গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত

  আপডেট: ১২:৪৫, মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫

গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত

 অনলাইন ডেস্ক



                ফাইল ছবিতে ইসরায়েলি সৈন্যরা

হামলা চালাতে গিয়ে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে

দুজন সেনা হলেন— স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনইজেরুজালেমের বাসিন্দা। তারা দু’জনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও তীব্র করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, গাজায় সেনা হতাহতের ঘটনা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করবে না।

বিডি-আপডেট

Post a Comment

Previous Post Next Post